সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর নীলফামারী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মো. আব্দুল বারী ও সাধারণ সম্পাদক পদে মো. হামিদার রহমানকে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই নভেম্বর) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে দিনভর সম্মেলন অধিবেশন শেষে সন্ধ্যায় মো. আব্দুল বারীকে সভাপতি ও মো. হামিদার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জেলা শাখার কমিটি ঘোষণা করেন—বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. ফরিদ খান।
নীলফামারী জেলা শাখার নতুন কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি পদে মো. মাইনুল হক, সহ-সভাপতি পদে এহছানুল হক রনি, জাবেদুল ইসলাম সানবীম, দেলোয়ার হোসেন, শাহজাহান আলী বাদশাহ, তাজু ইসলাম।
আগামীতে জেলা কমিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ দেওয়া হয়।
এবিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল বারী বলেন, জেলা সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠন করে দেওয়ায় তৃণমূলের সাংবাদিকদের আস্থাভাজন সাংবাদিক মো. ফরিদ খান মহোদয়কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনায় সকল স্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশ প্রেস ক্লাবকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা এবং মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, সাধারণ সম্পাদক মো. এনামুল হক স্বাধীন।
উল্লেখ্য, গত কমিটিতে উদ্যোক্তা ও আহ্বায়ক হিসেবে মো. মাইনুল হক এবং সদস্য সচিব হিসেবে মো. হামিদার রহমান দায়িত্ব পালন করেন। এছাড়া সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেন মো. আব্দুল বারী। এর আগে তিনি সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
পত্রিকা একাত্তর / রিশাদ