শেরপুরের ঝিনাইগাতীতে ৪০ পিস ইয়াবা সহ খোরশেদ আলম(৪০)নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মফিজল ওরফে মেগার ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে এসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই আতিকুর রহমান আতিক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে স্থানীয় ব্র্যাক অফিস সংলগ্ন খোরশেদের মুদি দোকানে অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। এ সময় খোরশেদের গ্রেপ্তার হওয়ার সংবাদে তার দোকানের সামনে উৎসুক জনতার ভীড় জমে। ভীড় এড়াতে পুলিশ দ্রুত খোরশেদকে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, কোরশেদ আলম মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :