খুলনার বটিয়াঘাটা থানার পল্লীতে মাদক ব্যাবসায়ী কর্তৃক হামলার স্বীকার গাওঘরা এলাকার মহিব্বুল্লাহ নামে এক যুবক। সুত্রে প্রকাশ, উপজেলার গাওঘরা এলাকার জামাল মড়লের হুকুমে মাদক ব্যাবসায়ী হাসিব ওরফে বিল্টু এবং শাহীন ওরফে নান্টু জমি জায়গা সংক্রান্ত জের ধরে উক্ত ঘটনার সূত্রপাত। বুধবার ( ৯ নভেম্বর ২২) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে গাওঘরা এলাকার মৃত আব্দুল্লাহ মড়লের পুত্র মহিব্বুল্লাহ মড়লের উপর হামলা করে। প্রকাশ্য দিবালকে তাকে ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাওঘরা এলাকার পল্লী চিকিৎসক খাইরুল বাশার এর নিকট নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহত মহিব্বুল্লাহ কে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ কম্পলেক্সে পাঠানো হয়। পল্লী চিকিৎসক খাইরুল বলেন, তার বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। যার ফলে তার হাতে প্রায় ২ইঞ্চি ক্ষত সৃষ্টি হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর মাতা আমেনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে তাদের সাথে আমাদের মামলা চলছে। তারই সুত্র ধরে সকালে তারা আমার ছেলেকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
মাদক ব্যাবসায়ী
ভুক্তভোগীর স্ত্রী আয়সা খাতুন বলেন, আমি ৫ মাসের গর্ভবতী, আমার স্বামীকে মারপিট করার সময় আমি ঠেকাতে গেলে বিল্টু এবং নান্টু আমার পেটে লাথি মারে। শুধু এটা করেই ক্ষান্ত হয়নি,আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। বতর্মান আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় মোবারক শেখ, আজিজ শেখ বলেন, এরা এলাকার প্রতিষ্ঠিত মাদক ব্যাবসায়ী। এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। এদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন মামলা ও জিডি রয়েছে থানায়। স্থানীয় ইউ পি মহিলা সদস্য হাফিজা ওয়াহিদ বলেন, ঘটনাটি সত্য। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আহত মহিব্বুল্লার অবস্থা আশংকাজনক। নান্টু, বিল্টু এলাকার নামকরা মাদক ব্যাবসায়ী। এদের কারনে স্কুল পড়ুয়া মেয়েরাও মাঝে মাঝে ইভটিজিং এর স্বীকার হয়।
এদের ভয়েতে রাস্তায় বেরোতে পারেনা সাধারণ জনগণ । এদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি। আমি ইতোপূর্বে এদের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলেছি। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :