চিকিৎসা দিতে গিয়ে ‘ভুয়া ডেন্টিস্ট’ আটক


উপজেলা প্রতিনিধি, বোদা প্রকাশের সময় : ১০/১১/২০২২, ১:৩৫ অপরাহ্ণ / ৪৩
চিকিৎসা দিতে গিয়ে ‘ভুয়া ডেন্টিস্ট’ আটক

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় হযরত আলী (৪৬) নামের এক দন্ত চিকিৎসককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ অর্থদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত হযরত আলী বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামের মৃত এরফান আলীর ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হযরত আলী দীর্ঘদিন থেকে তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় মেডিকেল অফিসার হিসেবে পরিচয় দিয়ে রোগীদেরকে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলে চৌরাস্তা বাজার সংলগ্ন সাহেবজোত এলাকায় চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা অভিযুক্তকে ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এ সময় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম ও তেঁতুলিয়া মডেল থানার এসআই রাসেল উপস্থিত ছিলেন। ভুয়া ডেন্টিস্ট

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা প্রতিবেদক শিশির আসাদকে বলেন, হযরত আলীর বিরুদ্ধে অভিযোগ শুনেছিলাম। পরে আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিশির আসাদ

বোদা উপজেলা প্রতিনিধি