patrika71
ঢাকাবৃহস্পতিবার - ১০ নভেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের ছোনকা বাজারে চোর সন্দেহে এক যুবককে আটক

সাইফুল ইসলাম
নভেম্বর ১০, ২০২২ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৬ ঘটিকার সময় ছোনকা বাজারের মসলা ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, পিতা: মৃত আব্দুস সামাদ এর টিনের বেড়া দোকান ঘরের সাইডের টিন কেটে কেহ প্রবেশ করে দোকানের কিছু মালামাল ও সাবানের কার্টুন নিয়ে যায়। ভোর ৬ ঘটিকার সময় মোঃ রিপন পিতা: এনামুল হক গ্রাম ছোনকা দেখতে পায় এক যুবক পিছনের ঘর দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন তাকে আটক করে থানা পুলিশে খবর দিলে শেরপুর থানার  এসআই জাহিদুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে চোর সন্দেহে মোঃ আব্দুল মোমিন (২৭) পিতা: জাফর আলী, গ্রাম: শ্যামাদচন্দ্রপুর, ডাকঘর: আদিতমারি, উপজেলা: আদিতমারি, জেলা: লালমনিরহাট কে গ্রেফতার করেন।

আটককৃত মোমিনের বক্তব্য সে ৬ ঘটিকার সময় গাড়ি থেকে নেমে শুধূ প্রস্রাব করার জন্য পিছনে গিয়েছিল।

শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, আমি এই মুহুর্তে থানায় নিয়ে চিকিৎসা সেবা দিব তারপর আইনগত পদক্ষেপ গ্রহন করব।

বগুড়ার শেরপুরের ছোনকা বাজারে চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৬ ঘটিকার সময় ছোনকা বাজারের মসলা ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, পিতা: মৃত আব্দুস সামাদ এর টিনের বেড়া দোকান ঘরের সাইডের টিন কেটে কেহ প্রবেশ করে দোকানের কিছু মালামাল ও সাবানের কার্টুন নিয়ে যায়। ভোর ৬ ঘটিকার সময় মোঃ রিপন পিতা: এনামুল হক গ্রাম ছোনকা দেখতে পায় এক যুবক পিছনের ঘর দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন তাকে আটক করে থানা পুলিশে খবর দিলে শেরপুর থানার  এসআই জাহিদুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে চোর সন্দেহে মোঃ আব্দুল মোমিন (২৭) পিতা: জাফর আলী, গ্রাম: শ্যামাদচন্দ্রপুর, ডাকঘর: আদিতমারি, উপজেলা: আদিতমারি, জেলা: লালমনিরহাট কে গ্রেফতার করেন।

আটককৃত মোমিনের বক্তব্য সে ৬ ঘটিকার সময় গাড়ি থেকে নেমে শুধূ প্রস্রাব করার জন্য পিছনে গিয়েছিল।

শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, আমি এই মুহুর্তে থানায় নিয়ে চিকিৎসা সেবা দিব তারপর আইনগত পদক্ষেপ গ্রহন করব।