শুভদিয়ায় বঙ্গবন্ধু পল্লীতে সরকারী জমি দখল


উপজেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ০৯/১১/২০২২, ১০:৫৭ অপরাহ্ণ / ৫৭
শুভদিয়ায় বঙ্গবন্ধু পল্লীতে সরকারী জমি দখল

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজার এর পার্শ্বের ভৈরব নদীর পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-০৩ (আশ্রায়ণ প্রকল্প) এর বিপুল পরিমানে সরকারী খাস জমি বেড়া দিয়ে রাতারাতি দখল করে নিজেদের আয়াত্তে নিয়েছেন এলাকার একটি চক্র।

ঐ চক্রটি রাতারাতি সরকারী খাস জমি দখল করে সেখানে বেড়া দিয়ে ঘিয়ে কেউ কেউ আবার কলাগাছ রোপন সহ বিভিন্ন সবজির চাষ করতে শুরু করেছেন। অতিদ্রæত এই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে সরকারী খাস জমি মেপে সিমানার পিলার না বসানো হলে দখলকারীরা আরো বেপরোয়া হয়ে উঠার আশাংকা করছেন পল্লীর বাসিন্দারা।

পল্লীর স্থানীয় বাসিন্দরা জানান, ৪৩নং ঘরের উত্তর পার্শ্বে প্রায় ৪ কাটা সরকারী খাস জমি মাহম্মুদ শেখ রাতারাতি বেড়া দিয়ে ঘিরে সেখানে কলাগাছ লাগিয়ে দখল করে নিয়েছেন। তার দেখাদেখি একই এলাকার মুক্ত মোল্লা ১৭ নং ঘরের পার্শ্বে পুরাতন ৪২নং ঘরের মাঝখানে প্রায় ৫ কাটা খাস জমিও দখল করে বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, এছাড়াও ১৪ ও ১৫নং ঘরের মধ্যবর্তী স্থানে প্রায় ৭ কাটার মত সরকারী খাস জমি রফিক মোল্লা বেড়া দিয়ে ঘিরে নেয়। তার দেখাদেখি ১১ ও ১২নং ঘরের মাঝখানে মোজাফ্ফার মোড়ল প্রায় ৬ কাটা জমিও দখল করে বেড়া দিয়ে ঘিরে দখল করেছেন।

৪৩নং ঘরের বাসিন্দা মোঃ ইমদাদ শেখ বলেছেন তাদেরকে সরকারী ভাবে ৩ শতক জমি ও ঘর সহ দলিল প্রদান করা হলেও তিনি দুই থেকে আড়াই শতক জমির উপর বসবাস করছেন। তার পিছনে বাথরুমের টেংকি পর্যন্ত ঘিরে নেওয়া হয়েছে। দখলকারীরা একের পর এক সরকারী খাস জমি দখল করে বেড়া দিয়ে ঘিরে নিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে তিনি প্রতিকার চেয়ে গত ২৬জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পত্রিকা একাত্তর / সৌরভ কুমার