নেশা থাকলেই সাংবাদিকতা করা উচিত


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ০৯/১১/২০২২, ২:০৮ অপরাহ্ণ / ৭৭
নেশা থাকলেই সাংবাদিকতা করা উচিত

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ইবি উপাচার্যের কার্যালয়ে ইবি প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, অসীম চাওয়ার জায়গা সাংবাদিকরা প্রত্যাশা করে না। যদি সাংবাদিকতার নেশা থাকে তাহলেই কেবল সাংবাদিকতা পেশায় আসা উচিত।

আপনারা একটা দায়িত্ব নেওয়ার লাইনে দাঁড়িয়েছেন। সাংবাদিকরা সব জায়গায় সেবা করার সুযোগ পায়। তাই সাংবাদিকদের রিস্ক সব দিক দিয়ে অনেক বেশি। তবুও যদি এই পেশার উপর দাড়াতে পারেন তাহলে ইনকাম কম হতে পারে, তবে ফাইট করে টিকে থাকতে হবে।

আমরা রাজনীতি সচেতন জীব হব, কারো হাতে যেন জিম্মি হতে না হই। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর রহমানসহ ইবি প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

পত্রিকা একাত্তর / আনোয়ার