ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি সুমন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৯/১১/২০২২, ২:০৪ অপরাহ্ণ / ৯৯
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি সুমন

নীলফামারীর জেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ‘ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়’ এর পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আখতারুজ্জামান সুমন।

মঙ্গলবার (৮ই নভেম্বর) ডোমার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয় তাকে।

মো. আখতারুজ্জামান সুমন ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ডোমার থানাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বারের পুত্র। এর আগে, টানা ৪র্থ বার বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি।

উল্লেখ্য, গত ৫ই নভেম্বর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য পদে জয়লাভ করেন—মো. মামুনুর রশিদ বসুনিয়া (সজিব), উজ্জ্বল কানজিলাল, মো. রাশেদুজ্জামান (রাশেদ) ও মো. বেলাল হোসেন।

পত্রিকা একাত্তর/রিশাদ