নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে এলাকাবাসী বিজয়পুর-বেনাডোব খেয়া ঘাটে একটি লাশ থেকে পুলিশে খবর দেয়।
নড়াইল সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, মৃতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। বোরকা পরিহিত অজ্ঞাতনামা এ নারীর লাশটি ছিল অর্ধ গলিত। ধারনা করা হচ্ছে ৪-৫দিন আগে মারা গেছে। লাশের শরীরে কোনো ক্ষত চিহৃ রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :