ডোমারে দুই হোটেল মালিককে জরিমানা


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৮/১১/২০২২, ৫:৫৪ অপরাহ্ণ / ৬৮
ডোমারে দুই হোটেল মালিককে জরিমানা

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হোটেল মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ই নভেম্বর) দুপুরে উপজেলা শহরের ডোমার বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামছুল হক৷

অভিযানে হোটেল পরিচালনায় বিভিন্ন অনিয়মের কারণে বাসস্ট্যান্ড এলাকার ‘আলম হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর মালিককে ১২ হাজার টাকা ও ‘সুমন হোটেল’ এর মালিককে ১০ হাজার টাকা সহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ডোমার বাজারের রেলগেট মোড়ের ডায়মন্ড মার্কেটে অবস্থিত মুন্সির হোটেল মালিককে লিখিত অঙ্গিকারের ভিত্তিতে অনিয়ম সংশোধনে চূড়ান্তভাবে সতর্ক এবং কর্মচারীদের স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়।

ডোমার থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

পত্রিকা একাত্তর/রিশাদ