দিনাজপুরের খানসামায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সেতাব আলী নামের এক কাঁচামাল ব্যবসায়ীর বসতঘর পুড়ে গেছে।
৬ নভেম্বর (রবিবার) সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুরের মানিকগঞ্জ বাজার এলাকায় মৃত সামছুল ইসলামের ছেলে সেতাব আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঐ পরিবারের অন্তত লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
তিনি বলেন, ‘দুপুরের দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সেতাব আলীর ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পরিবারটির প্রায় ২০-৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে স্থানীয় সূত্রে জানায় এই ঘটনায় সেতাব আলী প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খানসামা ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স র্সাব অফিসার মোনতাজুল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ ২০-৩০ হাজার টাকার জিনিসপত্র ছিল।
পত্রিকা একাত্তর / আজিজার রহমান
আপনার মতামত লিখুন :