নাটোরের গুরুদাসপুর উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নৌকার ইঞ্জিনে গলার মাফলার পেঁচিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রাম হয়ে বয়ে যাওয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।
নিহত ৫২ বছরের মহিরূল আকন্দ ওই এলাকার মৃত পিয়ার আকন্দের ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মো. আব্দুল মতিন বলেন, “ছোট ইঞ্জিন চালিত নৌকায় নিয়মিত মাছ ধরতেন মহিরুল আকন্দ। সকালে মাছ ধরার সময় নৌকার ইঞ্জিনের কাছে গেলে তার গলার মাফলার ইঞ্জিনের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়।
“আহত অবস্থায় অন্যান্য জেলে ও এলাকাবাসী মহিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন
আপনার মতামত লিখুন :