চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ ও ‘ঝ’ কোচ দুটির যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। যাত্রার ঘণ্টাখানেক আগে কোচ বাতিল ও টিকেট দিয়ে মূল্য ফেরতের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (৪ঠা নভেম্বর) রাত ৮টায় ডোমার রেলওয়ে স্টেশনের এনাউন্সমেন্ট মাইকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ ও ‘ঝ’ কোচের যাত্রা বাতিল ও টিকেট দিয়ে মূল্য ফেরতের ঘোষণা প্রদান করা হয়। সুবিশাল প্লাটফর্মের প্রায় সম্পূর্ণ জুড়ে ট্রেন থাকার কথা থাকলেও, বর্তমানে কোচ ড্যামেজ সহ বিভিন্ন কারণে ট্রেনের দৈর্ঘ্য কমতে বসেছে। অনেকেই মনে করছেন, রেলমন্ত্রীর এলাকাভিত্তিক বৈষম্যের কারণে উত্তর জনপদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এই হাল।
১ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে রাত ৯টা ৩৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে এসে ডোমার স্টেশনে পৌঁছায় আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস। যাত্রায় দুটি কোচ না থাকায় অন্যান্য কোচে আসন বিহীন টিকিটে যাত্রীরা ছুটেছেন রাজধানীর উদ্দেশ্যে।
স্টেশনে অপেক্ষমান যাত্রী আব্দুল্লাহ কায়সার জানান, ট্রেনের শিডিউল বিপর্যয়ে সাধারণ যাত্রীরা দুর্ভোগে। তার উপর যান্ত্রিক ত্রুটিতে কোচের যাত্রা বাতিল; সত্যিই অসীম ভোগান্তিতে যাত্রীরা। এই রুটে আরেকটি দিবাকালীন নীলসাগর এক্সপ্রেস ট্রেন চালু ও বর্তমানে চলাচলকারী ট্রেনে আসন বৃদ্ধি করা হলে এবং রেলমন্ত্রীর এলাকাভিত্তিক বৈষম্যের নিরসন হলে যাত্রীদের রাজধানী যাত্রা আনন্দদায়ক ও আরামদায়ক হবে।
এবিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির চিলাহাটি-ঢাকা যাত্রায় ২টি কোচ বাতিল করে যাত্রীদের ক্রয়কৃত টিকিট মূল্য ফেরত দেওয়া হয়েছে। ত্রুটি কাটিয়ে দ্রুত যাত্রীদের ভ্রমণে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বাতিলকৃত কোচ আবারও নির্বিঘ্নে যাত্রী সেবায় সংযোজন করা হবে।
পত্রিকা একাত্তর/রিশাদ