ভোলার চরফ্যাসনের আমিনবাদ ইউনিয়নে পরিবারের ৮ সদস্যকে নেশা দ্রব্য ছিটিয়ে অচেতন করে বসত ঘরে চুরি ও মালামাল লুটে নেয়ার ঘটনায় প্রতিবেশী আলাউদ্দিন ও রাকিবকে সন্দেহ করায় চোর চক্রের সদ্যদের হামলায় গৃহস্থ্য কবির ফরাজীর পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে ওই ইউনিয়নের কুলসুমবাগ গ্রামে ফরাজী বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
স্বজনরা আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, শরীফ(২২), হৃদয়(১৮), শাহিনুর বেগম(৪০)। গৃহস্থ্য কবির ফরাজী জানান, সোমবার রাতে চোর চক্রের সদস্যরা পূর্বপরিকল্পিত ভাবে ঘরে নেশদ্রব্য ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণলংকা, নগদ ৩৫ হাজার টাকা, দুইটি মোবাইল ব্যাংকের চেক বই, এবং একটি সরকারী ট্যাপসহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মাসুম বিল্লাহসহ থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেন। ওই দিন মঙ্গলবার পরিবারের সদস্যদের চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে অজ্ঞাত আসামী করে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেন।
সম্প্রতি সময়ে প্রতিবেশী আলাউদ্দিন তাদের ঘর থেকে দুই মোবাইল ফোন চুরি করেন। এতে ঘর চুরির বিষয়টা তার প্রতি সন্দেহ হয়। এনিয়ে তার পরিবারের সদস্যরা আলাপ আলোচনা করলে ক্ষিপ্ত হন আলাউদ্দিন ও তার সহযোগী সদস্যরা। এনিয়ে আলাউদ্দিন ও রাকিবসহ তার সহযোগিরা আমার পরিবারের সদস্যদের ওপর অর্তকিত হামলা চালায়। চোর চক্রের হামলায় আমার ভাতিজা শরীফ(২২),হৃদয়(১৮), ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম(৪০) আহত হন। স্বজনরা গুরুত আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
হামলা করেই ক্ষান্ত হননি চোর চক্রের সদস্যরা। তাদের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে আমার পরিবার।
গৃহস্থ্য কবির ফরাজীর ছেলে এইচ এসসি পরিক্ষার্থী সিয়ার অভিযোগ করেন, তার পরিবারের সদস্যদের মারধর করেও ক্ষান্ত হননি ওই চক্র। তিনি এবং তার ছোট ভাইকে মারধরের জন্য খুঁজে বেড়াচ্ছে তারা। তার পরিক্ষার আগেই তার হাড়গোর ভেঙ্গে দিবেন এমন হুমকি ধামকি দিচ্ছে। তাদের হুমকি ধামকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
এতে তার পরিক্ষা দেয়া নিয়ে সংস্কা দেখা দিয়েছে। অভিযুক্ত আলাউদ্দিন জানান, পুর্ব শত্রæতার ঘটনাকে ধামাচাপা দিতে ঘর চুরির ঘটনা আমাদের ওপর চাপিয়ে ঘয়েল করার চেষ্টা করছেন। চরফ্যাসন থানার ওসি মো, মোরাদ হোসেন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মারধরের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।
পত্রিকা একাত্তর
আপনার মতামত লিখুন :