হত্যা মামলায় মিথ্যা আসামী হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন


উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ৭:২৫ অপরাহ্ণ / ৮৪
হত্যা মামলায় মিথ্যা আসামী হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামে ইমান আলী ওরফে ফেকাসু হত্যা মামলায় মিথ্যা আসামী হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। ৪ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় কাংশা বাজারে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, আক্রাম হোসেন। লিখিত বক্তব্যে তারা জানান, গত ৬ অক্টোবর কাংশা বাজারের দোকান পাট বেদখলকে কেন্দ্র করে ইমান আলী ওরফে ফেকাসু খুন হয়। এ হত্যাকান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ২৫ নারী পুরুষের নামে হত্যা মামলা দায়ের করেন ফেকাসুর পরিবার।

ঘটনার দিন রাতেই পুলিশ ৪নারী ও ৪ পুরুষকে গ্রেপ্তার করে। হত্যাকান্ডের পরবর্তীতে ওই ২৫ আসামী পুলিশি গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় তাদের বাড়ী ঘরে গরু বাছুর, হাঁস-মোরগী, ধান চাল, আসবাবপত্র সহ লুটপাট করা হয়। ২৫ আসামীর মধ্য বর্তমানে শেরপুর কোর্ট ও উচ্চ আদালত থেকে ১৭ জন আসামী জামিন প্রাপ্ত হয়ে বাড়ীতে ফিরে আসে। বাকীরা পলাতক ও জেল হাজতে আছেন।

ভুক্তভোগী আলহাজ বাজ্চু মিয়া, আলী হোসেন, মধুমালা, হুমায়ুন, শাহজাহান, মজিলা সহ অন্যান্যরা বলেন, “এ হত্যাকান্ডের সাথে অনেকে জড়িত না থেকেও হয়েছেন মিথ্যা আসামী। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যয় বিচার কামনা করছি”। সংবাব সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবারের লোকজন সহ এলাকার প্রায় ৩শতাধিক নারী পুরুষ উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন।

পত্রিকা একাত্তর / মুহাম্মদ আবু হেলাল