ডোমারে ‘জাতীয় সংবিধান দিবস–২০২২’ পালিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ৭:২০ অপরাহ্ণ / ৫৭
ডোমারে ‘জাতীয় সংবিধান দিবস–২০২২’ পালিত

নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত ‘জাতীয় সংবিধান দিবস–২০২২’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

শুক্রবার (৪ঠা নভেম্বর) দুপুরে ডোমার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় সংবিধান দিবস–২০২২’ উপলক্ষ্যে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণে দেশ স্বাধীনের অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদের প্রত্যেকটির বক্তব্য স্বয়ংসম্পূর্ণ।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ও একই বছরের ১৬ ডিসেম্বর তথা বিজয় দিবস থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এবছর থেকে ৪ঠা নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ