বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে।
নিহতরা হলেন, খুলনা সদরের মোজাম্মেল হকের ছেলে জুবায়ের (২৫) এবং শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৮)। এর সম্পর্কে চাচাতো ভাই বলে পুলিশ জানায়। তারা দুইজন শিক্ষার্থী বলে জানা গেছে। বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা গামী রাজীব পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত মুখী একটি মটোরসাইকেলের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলটি ওই বাসের নিচে চলে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃতঘোষণা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পত্রিকা একাত্তর / সৌরভ কুমার