মায়ের সাথে লক্ষ্মীপুরে সদর উপজেলার দালাল বাজার খোয়াসা সাগর দীঘির পাড়ে ঘুরতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শহর পাশ্ববর্তী সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দিঘীর পশ্চিম পাশে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা আক্তার লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, ফাতেমা তার মা ও খালার সঙ্গে খোয়াসাগর দিঘীরপাড়ে বেড়াতে যায়। পরে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে পাওয়া যায় নি তবে খোজ নেওয়া হচ্ছে ।
পত্রিকা একাত্তর / তারেক মাহমুদ
আপনার মতামত লিখুন :