নেত্রকোণা জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি একাডেমিতে আজ সম্পন্ন হলো পাঁচ বছর থেকে এগারো বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম ।
সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন নেত্রকোনা জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিটি বিদ্যালয়ে ক্যাম্প করে দেওয়া হচ্ছে শিশুদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকা।তারই ধারাবাহিকতায় আজ নেত্রকোণা জেলার সদর পৌরসভাভূক্ত কুড়পার এলাকায় অবস্থিত সরকার অনুমোদিত প্রথম শ্রেনির শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি একাডেমির শিক্ষার্থীদের দেওয়া হলো করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকা।
এ বিষয়ে স্বপ্নসিঁড়ি একাডেমির পরিচালনাপর্ষদের সাথে কথা বললে তারা জানান ৫-১১বছর বয়সী শিক্ষার্থী আছে মোট ১৮০ জন।তার মধ্যে টিকা গ্রহণ করেছে ১৭০ জন।বাকী শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পরবর্তীতে টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্য সহকারী ফারহানা আমাদের ‘পত্রিকা৭১’ কে জানান উক্ত টিকাদান কার্যক্রম সরাসরি নেত্রকোণা পৌরসভা থেকে পরিচালনা করা হচ্ছে। আমাদের এই টিকাদান কার্যক্রম কেবল ০৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য। তিনি আরোও বলেন আমরা অতি যত্নসহকারে শিশুদের টিকা দিচ্ছি যাতে তাদের মধ্যে কোনরূপ ভীতি কাজ না করে।
পত্রিকা একাত্তর / খোকন