মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে নীলফামারীর ডোমার শহরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন শাহিনুর ইসলাম (২০) নামে এক কিশোর। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (১লা নভেম্বর) রাত ৯টার দিকে ডোমার পৌরসভার স্টেশন এলাকায় কিশোর গ্যাংয়ের ১০/১২ জন কথিত সন্ত্রাসী মোবাইল হারানোকে কেন্দ্র করে আহত শাহিনুরকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর জখম করে। প্রাণ রক্ষায় শাহিনুর পালাতে গেলে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে আহত শাহিনুরকে এলাকাবাসী উদ্ধার করে। পরে, ডোমার থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় শাহিনুরকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত শাহিনুর ও এলাকাবাসীর অভিযোগ মতে জানা যায়, কিশোর গ্যাংয়ের লিডার সাকিব নামে একজন মোবাইল হারানোকে কেন্দ্র করে স্টেশনের পূর্বদিকে একটি ছোট পানের দোকানদারকে প্রাণনাশের হুমকি দেয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সালিশ বসলেও, সাকিব, আরমান সহ কিশোর গ্যাংয়ের সদস্যরা বিচার না মেনে চলে যায়।
আজ সেই দোকানদারের আত্মীয় শাহিনুরের বাজার যাওয়ার পথরোধ করে সাকিব সহ সঙ্গীয় সন্ত্রাসীরা। এরপর তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি সহ গুরুতর জখম করে। কিশোর গ্যাংয়ের হামলায় শাহিনুরের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল ইসলাম বলেন, মোবাইল হারানোর ব্যাপারে আমরা দু-পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করেছি। আমার সাথে ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম আহম্মেদও ছিলেন। কিন্তু সাকিবেরা নেশায় জড়িত থাকায় তারা আমাদের সালিশ না মেনে চলে যায়।
আজ এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও, তার নামে বহু বিচার-সালিশ হয়েছে। আহত শাহিনুর ইসলাম পরিবারের হাল ধরতে পড়াশুনা ছেড়ে ট্রাক্টরে দিনমজুর হিসেবে কাজ করে। সে ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি ঢুষাপাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ তদন্ত ওসি সহ পুলিশ ফোর্সকে পাঠিয়েছি। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।
পত্রিকা একাত্তর /এ আর
আপনার মতামত লিখুন :