ওলিও গার্মেন্টসের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ত্রি-পক্ষীয় চুক্তি


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০২/১১/২০২২, ৭:৩৫ অপরাহ্ণ / ৮৬
ওলিও গার্মেন্টসের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ত্রি-পক্ষীয় চুক্তি

ওলিও এ্যাপারেলস লিঃ এর শ্রমিকদের ১ নভেম্বর মঙ্গলবার সারাদিন শান্তিপূর্ণ অবস্থান অবরোধের পর রাত ১০ থেকে ১২.৩০ পর্যন্ত শ্রম ভবনে চলা বৈঠকে ত্রি—পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠকে ইনভয় গ্রুপের মালিক সালাম মুর্শেদী এমপি, বিকেএমইএ সহ—সভাপতি হাতেম আলী, বিজিএমইএ এর সিনিয়র সচিব মনসুর খালেদ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিজি, ডিডি, এডি, পরিদর্শক, মতিঝিল জোনের উপ—পুলিশ কমিশনার, এডিসি, এসি, মতিঝিল—রমনা থানার ওসিদ্বয়, এনএসআই এর ডিরেক্টর, ডিডি, এডি, ডিজিএফআই’র কর্মকর্তা ও কারখানার কয়েকশত শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী ৬ নভেম্বর ২০২০ এর মধ্যে বিজিএমইএ ভবনে সকল শ্রমিক—কর্মচারীকে একযোগে বেতন—ভাতাসহ সকল প্রকার আইনগত ন্যায্য পাওনাদি পরিশোধ সহ ১০টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

পত্রিকা একাত্তর / মোহাম্মদ বজলুর রহমান বাবলু