patrika71
ঢাকাবুধবার - ২ নভেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ধাওয়া খেয়ে ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে আসামির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দুমকি
নভেম্বর ২, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে নিচে পড়ে গিয়ে বিপ্লব (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বটতলা সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনে এ ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, ওই যুবকের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। সে মামলার পলাতক আসামি ছিলেন।

জানা যায়, নির্মাণাধীন ভবনের ৫ম তলায় বিপ্লব ইলেক্ট্রিশিয়ানের কাজ করছিল। দুমকি থানার এসআই মো. আল মামুন ওই নির্মাণাধীন ভবনে ঢুকে বিপ্লবকে গ্রেপ্তারের চেষ্টা চালান। পুলিশ তাকে ধাওয়া দিলে পালাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর তার অবস্থা শংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে বরিশালের কাশিপুর এলাকায় আনুমানিক বিকেল ৪টার সময় তার মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শী ওই ভবনের নির্মাণ শ্রমিক আমির হামজা জানান, পুলিশ বিপ্লবকে ধরতে দৌড়ানি (ধাওয়া) দিলে দৌড়ে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দুমকি থানার এসআই মামুন বলেন, বিপ্লব মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী বিজ্ঞ আদালত পটুয়াখালীতে নিয়মিত হাজিরা দেয়নি বলে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। ওয়ারেন্ট তামিল করতে গেলে টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায়।

দুমকি থানা ওসি মো. আবদুস সালাম বলেন, বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। ময়নাতদন্ত করার জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর / মারুফ ইসলাম