কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে প্রথম স্থান লাভ করেন এস আই মিথুন। খুলনা ডুমুরিয়া উপজেলার বান্দা এলাকার কৃতি সন্তান মিথুন বৈরাগী ৩৬ ব্যাচে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পান।
ট্রেনিং শেষে পিএসআই হিসেবে কুষ্টিয়া সদর থানা, ডিএসবি তে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে এস আই মিথুন মানিকগঞ্জ জেলায় পিবিআই তে কর্মরত রয়েছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর শিক্ষক পদে নিয়োগের বিষয়টি জানতে পেরে পরীক্ষায় অংশ নেন এস আই মিথুন বৈরাগী। নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি। তার মেধা আর প্রজ্ঞা দেখে অভিভূত হন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক নিয়োগের সুপারিশ করা হলে গতকাল সোমবার মিথুন বৈরাগী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। সদ্য যোগদানকারী ইবি’র শিক্ষক অনন্যা মেধাবী মুখ মিথুন বৈরাগী সকলের নিকট দোয়া প্রার্থী।
পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :