বগুড়ায় আইনজীবীকে কুপিয়েছে দুবৃর্ত্তরা


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০১/১১/২০২২, ২:৪৫ অপরাহ্ণ / ৫১৮
বগুড়ায় আইনজীবীকে কুপিয়েছে দুবৃর্ত্তরা

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়েছে দুবৃর্ত্তরা। শিক্ষানবিশ আইনজীবী নাম আব্দুল বারী চাঁন (৩৮)। আব্দুল বারী চাঁন কলোনী চকফরিদ এলাকার মৃত তবেজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী।

১ নভেম্বর সকাল সাড়ে নয়টায় কলোনী চকফরিদ মাটির মসজিদের পাশে সশস্ত্র দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে কুপিয়েছে শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চানকে। এতটাই দাবি করেছেন আব্দুল বারী চানের পরিবার ও স্থানীয় লোকজন।

আব্দুল বারী চানের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এ্যাডভোকেট আব্দুল বারী চান সকাল ৯ টায় বাসা থেকে কোর্টের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেন। চকফরিদ মাটির মসজিদের পাশে পৌঁছলে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে ঘটনার স্থান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও আব্দুল বারী চানের বড় ভাই মোজাহার আলী আব্দুল বারী চানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যায়। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বগুড়া সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

পত্রিকা একাত্তর / রাজিবুল ইসলাম রক্তিম