বগুড়ায় পূর্বশত্রুতার জেরে শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়েছে দুবৃর্ত্তরা। শিক্ষানবিশ আইনজীবী নাম আব্দুল বারী চাঁন (৩৮)। আব্দুল বারী চাঁন কলোনী চকফরিদ এলাকার মৃত তবেজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী।
১ নভেম্বর সকাল সাড়ে নয়টায় কলোনী চকফরিদ মাটির মসজিদের পাশে সশস্ত্র দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে কুপিয়েছে শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চানকে। এতটাই দাবি করেছেন আব্দুল বারী চানের পরিবার ও স্থানীয় লোকজন।
আব্দুল বারী চানের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এ্যাডভোকেট আব্দুল বারী চান সকাল ৯ টায় বাসা থেকে কোর্টের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেন। চকফরিদ মাটির মসজিদের পাশে পৌঁছলে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে ঘটনার স্থান থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও আব্দুল বারী চানের বড় ভাই মোজাহার আলী আব্দুল বারী চানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যায়। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বগুড়া সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
পত্রিকা একাত্তর / রাজিবুল ইসলাম রক্তিম
আপনার মতামত লিখুন :