জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনজুর আহমেদ ডন নির্বাচিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৭/১০/২০২২, ১০:৩১ অপরাহ্ণ / ৫৭৮
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনজুর আহমেদ ডন নির্বাচিত

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের (ডোমার উপজেলা) সাধারণ সদস্য পদে ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন। তিনি অটোরিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সোমবার (১৭ই অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ সদস্য পদে অটোরিক্সা প্রতীকে ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন মনজুর আহমেদ ডন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, বেসরকারিভাবে নির্বাচিত মনজুর আহমেদ ডনের নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান টিউবওয়েল প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন। এছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান সাজু তালা প্রতীকে ৩৪ ভোট পান।

উল্লেখ্য, ডোমার উপজেলার ১৪৫টি ভোটের মধ্যে আজকের নির্বাচনে ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত মেয়াদে জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন মিজানুর রহমান মিজান।

পত্রিকা একাত্তর/ রিশাদ