দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠাকুর দিঘী বাজার এলাকায় ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সৌদিয়া পরিবহন ও পূরবী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনাস্থল হতে উদ্ধারকৃত আহতদের মধ্যে কয়েকজনের জনের নাম জানা গেছে তারা হলেন, পূরবী বাস চালক হাসান (৪৪), যাত্রী- নাঈম (৩০), আবদুর রহিম (৪৫), সিয়াম (২৩), হোসেন (৪০) দুর্ঘটনা কবলিত বাস দুটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, “দুপুর আড়াইটার দিকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহন এবং চট্টগ্রাম অভিমুখী পূরবী বাস দুটির মধ্যে মারাত্মক মুখোমুখি সংঘর্ষ হয়। বৃষ্টিজনিত কারণে রাস্তা পিচ্ছিল হওয়া এবং গাড়ির তুলনায় রাস্তা সুরু হওয়ায় গাড়ি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এ সংঘর্ষ ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, আশংকাজনক অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা উদ্বার অভিযানে সহযোগিতা করেন।
পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন