patrika71
ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বিরামপুরে গোয়েন্দা ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় মেহেরাব বাবু (২৩) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের মাহমুদপুর আদিবাসীপাড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।

আটককৃত ভুয়া ডিবি পুলিশ মেহেরাব বাবু উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামের মোফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পলাতক আছে আরও ৪ জন। পলাতক আসামীরা হলেন,সুজন আলী (২৭), সুমন আলী ওরফে বিশু (২৯), ইমরান হোসেন (২৫), মুন্না হাসান (৩৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরামপুর পৌরশহরের মাহমুদপুর আদিবাসীপাড়া গ্রামের রবেন মুর্মু (৬৭) সকালের খাবার শেষে বাড়ির সামনে বসে ছিলেন। সে সময় তিনটি মোটরসাইকেল যোগে কয়েক জন তার বাড়িতে আসেন। তারা বলেন আমরা ডিবি পুলিশের লোক। আপনি মাদক ব্যবসায়ী ও আপনার বাড়িতে অনৈতিক কর্মকান্ড হয়।

বাড়ির মালিক রবেন মুর্মু বলেন, তার বাড়িতে কোনো মাদকদ্রব্য নেই। আমি মাদক ব্যবসা করি না। তখন তারা জোরপূর্বক ঘরের ভিতরে ঢুকে ঘর তল্লাশি শুরু করে। ঘর তল্লাশি করে নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। ঘরের মধ্যে থাকা রবেন এর মেয়ে সনমনি মূর্মু টাকা নিতে নিষেধ করলে তারা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেন। তাদের কথা বার্তায় সন্দেহ হলে রবেন চিৎকার শুরু করলে আশে-পাশের লোকজন এসে মেহেরাব বাবুকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে তাকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা