ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৮’শত পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার(২৭ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বগুড়া পাড়া গ্রামের একটি মুরগি খামারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুরগি খামারের মালিক শিপন আলী জানান, বরিবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তার খামারে আগুন লাগে। মুহুর্তেই আগুন খামারের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ৮’শত পোল্ট্রি মুরগি, ৫ টি ফিডের বস্তা ওষুধসহ আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আমি নিঃস্ব হয়ে গেলাম।
পরে খবর পেয়ে রাণীশংকৈল দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। বাচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন