patrika71
ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বনবিড়াল মারার ফাঁদে প্রাণ গেল খামারির

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
আগস্ট ২৮, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে বনবিড়ালের হাত থেকে খামারের মুরগি বাঁচানোর ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সালমান ফারসি (২২)। সে উপজেলার বুলাকীপুর ইউনিয়ের গোলাম মোস্তফার ছেলে।
রবিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার চৌরিগাছা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য এবং স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য নারগিস আকতার জানায়,সালমান ফার্সি পড়াশুনার পাশাপাশি প্রায় ৭-৮ বছর ধরে বাড়ি সংলগ্ন একটি মুরগির খামার দেন। খামারটি ছিল বাঁশের বেড়ার তৈরি।বনবিড়ালের কবল থেকে খামারের মুরগিগুলোকে রক্ষার জন্য প্রতিদিন রাতে খামারের চারদিকে উম্মুক্ত গুনার তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন।

সকালে আবার সংযোগ বিচ্ছিন্ন করেন। শনিবার রাতেও তিনি গুনার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের দিন রবিবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে খাবার দিয়ে বাহিরে বের হবার সয়ম পা পিচলে সংযোগরত বিদ্যুতের তারে ডান হাত জড়িয়ে যায়।

কিছুক্ষণ পর তার মা খামারে গেলে দেখতে পান খামারের বাহিরে সালমানের দেহ পড়ে আছে। তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা