patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় জামায়াতের আমীরসহ আটক -৩

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা
আগস্ট ২৪, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গত ১৫ অগাস্ট  রোজ মঙ্গলবার পিরোজপুর জামাতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা নামাজে অংশগ্রহণ করায় বরগুনার পাথরঘাটায় গ্রেফতার হয়েছে তিনজন। 

গত ১৫ ই আগস্ট জামায়াতে ইসলামী বাংলাদেশ  সাবেক নায়েবে আমীর আল্লামা  দেলোয়ার হোসেন সাঈদির, জানাযা নামাযে পাথরঘাটা থেকে অংশগ্রহন করায় পাথরঘাটা প্রশাসন নড়বড়ে বসে। সেই থেকেই তৎপরতা বাড়িয়ে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার প্রচেষ্টা চালায় শেষ পর্যন্ত  বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাথরঘাটা থেকে তিনজন গ্রেফতার করা হয়েছে তারা হলেন।

পাথরঘাটা উপজেলা আমীর মো:সামিম আহসান,(৫৫) পিং মো:,কাঞ্চন আলী হাওলাদা, গ্রাম  মুন্সিরহাট, ইউনিয়ন  ৩ নং চরদুয়ানি,তিনি বর্তমানে কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন তাকে স্কুল থেকে আটক করে এবং  সাবেক পৌর আমীর মাওলানা ফজলুর রহমান, (৫৭) পিং হযরত আলী হাওলাদার,  বাসা- পাথরঘাটা পৌরসভার ১ নং ওয়ার্ড তাকে বাসা থেকে আটক করে  ও  মোঃ নাসির উদ্দীন সরদার,(৫২) পিং নুরুল ইসলাম সরদার বাসা থেকে আটক করে।  পাথরঘাটা পৌরসভার এক নং ওয়ার্ড। তিনি বর্তমানে জামায়াতের রোকন।

পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে এসআই মোঃ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে, বলেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে, থানায়  হস্তান্তর করে।

পত্রিকা একাত্তর /তাওহীদুল ইসলাম