দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ছবেদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।ছবেদা বেগম উপজেলার কুশদহ ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামে মৃত: সোলেমান মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। এর আগেও তিনি ৪-৫ বার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন। ছবেদা খাতুন (৭০) অনেকটা পাগলাটে টাইপের রোগী ও জেদি মানুষ ছিলেন। কিছুটা মানসিক রোগীই বলা যায়।
যা মন চাইতো তিনি তাই করতেন। হয়তো পাগলামির বশঃবর্তী হয়েই এ কাজ করেছেন। নবানগন্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলো।
এর আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সোমবার রাতে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর /এবিএম মুছা