patrika71
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
আগস্ট ২০, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারী নয়ন মিয়ার (৩৩) মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ডাঙ্গাপাড়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া হিলির গোবিন্দপুর গ্রামের তোরাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।

তিনি বলেন,রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে বুকিং ডিউটি শেষ করে নয়ন মিয়া রেললাইন দিয়ে পাশের স্টেশন ডাঙ্গাপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় তিনি ডাঙ্গাপাড়া রেলস্টেশনের কাছে পৌছালে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা