patrika71
ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীর শেষ বিদায়ে জানাজায় প্রশাসনের বাঁধা

নিজস্ব প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাঈদীর শেষ বিদায়ের জানাজায় প্রশাসনের বাঁধায় সাঈদী ভক্তদের সাথে তুমুল সংঘর্ষ। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ বিদায়ে ঢাকায় জানাজা পড়তে বাঁধা প্রদান করে প্রশাসন। এতে জানাজাকে কেন্দ্র করে ছাত্র শিবির, জামাতে ইসলামের নেতাকর্মী,সাধারণ মুসলিম জনতা ও সাঈদী ভক্তদের লাশবাহী এম্বুলেন্সকে বাঁধা প্রদান ঘিরে রেখে প্রতিবাদ ও আন্দোলন করে। প্রশাসন ও প্রতিপক্ষের সংঘর্ষে অবশেষে পুলিশের নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার চাদরে পিরোজপুরের পথে মরহুমের মরদেহ।

১৫আগষ্ট ভোরে মরহুমের জানাজাকে কেন্দ্র করে পুলিশের সাথে তুমূল সংঘর্ষ সৃষ্টি হয় ছাত্র শিবির,জামাতে ইসলামীর নেতাকর্মী,সাধারণ মুসলিম জনতা ও সাঈদী ভক্তদের। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেট, টিয়ারসেল, রাবার বুলেটে আকস্মিক থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। এতে অনেক নেতাকর্মী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন,ঢাকায় সাঈদীর জানাজার নামাজ পড়ার অনুমতি দেওয়ার দাবিতে রাতভর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন জামায়াতের নেতাকর্মীরা। সাইদীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ি হাসপাতাল থেকে বের করতে ভক্তরা এবং জামায়াতের কর্মীরা বাধা দেন। এ সময় নেতাকর্মীরা দাবি করেন রাজধানীতে যেন তার একটি জানাজা অনুষ্ঠিত হয় এবং সেটি দিনের বেলায়। লাশবাহী গাড়ি বের করতে না দিলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা গাড়ির চাকা পাংচার করে দেন এবং গাড়ির গ্লাসগুলো ভেঙে ফেলেন। পরে পুলিশ শাহবাগ মোড় থেকে গাড়ি বদল করে পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এদিকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, তাদের সিনিয়র নেতা ও সাঈদীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে সাইদীর কফিন আজ পিরোজপুর নেওয়া হবে। আগামীকাল ১৬ আগস্ট বাদ জোহর বায়তুল মোকাররমে সাইদীর জানাজা অনুষ্ঠিত হতে পারে। আজ দুপুর ২টায় পিরোজপুরের তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে পুলিশি পাহাড়ায় বের করা হয়।

এদিকে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন দায়িত্বশীল নেতা জানান, তাদের ইচ্ছা ঢাকায় সাঈদীর জানাজা যেন অনুষ্ঠিত হয়। সেই শর্তেই তারা প্রশাসনের কথায় মরদেহ পিরোজপুরে নিতে রাজি হয়েছে। যাতে ১৬ আগস্ট তার মরদেহ ঢাকায় আনা হয়। তবে প্রশাসন যদি পিরোজপুরে জানাজা শেষে মরদেহ দাফন করে সে ক্ষেত্রে আগামীকাল বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে সাইদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টায় পিরোজপুরের তার প্রথম জানাজা হবে।

সেখান থেকে তার মরদেহ ঢাকায় আনা না হলে আগামীকাল ১৬ আগস্ট বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়।মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাত ৩টা থেকে প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়।