patrika71
ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের বন্যা কবলিতদের পাশে শক্তি ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
আগস্ট ১৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা ব্যাপকভাবে বন্যা কবলিত হওয়ায়, পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই রকম সংকটময় পরিস্থিতিতে আর্ত মানবতার সেবায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে শক্তি ফাউন্ডেশন।

গত ১২ আগস্ট, ২০২৩ তারিখ হতে সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, এবং তা চলমান রয়েছে । চট্টগ্রাম (বাজালিয়া, কেরানীহাট, দোহাজারী, চন্দনাইশ ও বরমা,বরকল), কক্সবাজার (চকরিয়া, পেকুয়া ও রামু) এবং বান্দরবান (সদর ও লামা) এলাকায় শক্তি ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত অসহায় দূর্গতদের মাঝে ৫,৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রদান করা হচ্ছে ওরস্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় খাদ্য সমূহ চাল, ডাল, আলু ও শুকনো খাবার। শক্তি ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারীরা ভলেন্টিয়ারী উদ্যােগ দীর্ঘ ৩২ বছর যাবত আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন