patrika71
ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

হাত-মুখ বেঁধে উঠানে ফেলে রাখা হয়েছিল মাদ্রাসাছাত্রকে

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
আগস্ট ১২, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত মুখ বাঁধা অবস্থায় রহিদুল ইসলাম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার। হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে শনিবার ভোরের দিকে তাকে উদ্ধার করা হয়।

রহিদুল ইসলাম উপজেলার গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের সুলতান আলীর ছেলে। ওই মাদ্রাসাছাত্র স্থানীয় ডাবরী গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন।

ডাবরী গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান মওলানা আলী হোসেন বলেন, ‘শনিবার ভোর চারটার দিকে মাদ্রাসার সকল ছাত্রকে ঘুম থেকে তুলে দেয়া হয়েছিল। ওই মাদ্রাসাছাত্র বাথরুমে গিয়ে আর ফিরেনি। পরে জানতে পারি তাকে তার বাড়ির উঠান থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পরে আমি তার বাসায় যাই।’

তিনি আরও বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের সঙ্গে কথা বলে জানতে পারি, শনিবার ভোরে তাকে দুজন কালো বোরকা পরা মানুষ তুলে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে প্যাঁচিয়ে বাড়ির উঠানে ফেলে রেখে যায়। পরে তার মা ফজরের নামাজ পড়তে ওঠে ছেলেকে দেখতে পায়। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান জানান, শনিবার সকাল ৯টার দিকে ওই মাদ্রাসাছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে কোনো মারধর বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। সে সুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্ত করছে। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন