কলমাকান্দা উপজেলার সিধলী বাজার জন চলালে অযোগ্য, রাস্তাঘাটের বেহাল দশা, নেই দীর্ঘ দিন যাবৎ কোন সংস্কার কার্যক্রম। ত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন সিধলী বাজার দ্রুত উন্নয়নশীল একটি বাজার।
কলেজ সহ ৮/১০টি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল,ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ অফিস, পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ি, ধান ক্রয় বিক্রয়ের বিশাল বাজার সহ অন্যান্য কয়েকশত দোকান পাঠ রয়েছে এই বাজারে
প্রস্তাবিত থানা হিসেবে”সিধলী থানা”উদ্ভোদনের অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন যাবৎ। চারপাশের এলাকা থেকে বাজার-গামী প্রায় ৮/১০টি কাঁচা পাকা রাস্তা রয়েছে।ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন বাজারে চলাচল করে।বাজারের ভিতরের রাস্তাগুলো ও নর্দমার ঢাকনা গুলো ভেঙ্গে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।
কোনো কোনো রাস্তা নর্দমা সহ মাটি চাপা পড়েছে।বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।বর্ষাকালব্যাপী এ অবস্থা বিরাজমান থাকে। নেত্রকোণা সদর থেকে সিধলী হয়ে নাজিরপুর পর্যন্ত পাকা রাস্তাটির সিধলী থেকে উত্তর দিকে ৫/৬ কিলোমিটার রাস্তা আজো সেই কাঁচা অবস্থায় থেকে গেছে। বৃষ্টি বাদলে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায়।
মানুষের অসহনীয় কষ্ট লাঘবে প্রধান সড়কটি সহ বাজারের রাস্তা-ঘাট নর্দমা ইত্যাদি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন বলে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী।
পত্রিকা একাত্তর /খোকন