patrika71
ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পশু হাসপাতালের চিকিৎসকের অবহেলায় গরু’র মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
আগস্ট ৮, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পশু হাসপাতালের চিকিৎসকের অবহেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মুল্যের একটি গরু’র মৃত্যু হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার উপজেলার বাঁচোর ইউনিয়নের মস্তানি টাউন এলাকার আকাশ আলীর গরু খামারে ঘটেছে।

জানা গেছে, গরুটির প্রসবজনিত সমস্যা হলে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে খবর দিলে চিকিৎসক করিমুল ইসলাম গরুটির সার্বিক বিষয় দেখে বলেন, গরুটির বাচ্চা প্রসব করাতে হলে এটিকে সিজারিয়ান ডেলিভারী করাতে হবে।

চিকিৎসকের সিদ্বান্তে গরু’র মালিক সিজার করার অনুমতি দিলে চিকিৎসক করিমুল ইসলাম আরো কয়েকজন চিকিৎসকের সহায়তায় সিজার করেন। তবে চিকিৎসক সিজারের জন্য গরু পেট কাটলেও গরু’র বাচ্চা বের করার সময় জরায়ুর কিছু অংশ ছিড়ে ফেলে। তখন গরুটি কিছুটা নাজেহাল হয়ে পড়ে। ওই অবস্থায় কোন রকম গরু’র বাচ্চাটি পেট থেকে বের করে, দায় সারাভাবে সেলাই দেওয়া হয়।

গরুর মালিক আকাশ ইসলাম বলেন, পশু হাসপাতালের চিকিৎসক করিমুল ইসলামের অবহেলায় এবং ভুল চিকিৎসায় আমার এত দামী গরুটি মৃত্যু হয়েছে। রাতে গরুটির সিজার করার পর গরুটির অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক করিমুল ইসলামকে খবর দিলেও তিনি আর এখানে আসেননি এবং কি গরুটির কোন খোঁজ খবর পর্যন্ত নেননি। ভুল চিকিৎসায় যেন এভাবে আর কোন গরু না মরে এ জন্য চিকিৎসক করিমুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।

পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন