চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের বয়রা খালের উপর অবৈধভাবে খাল দখল করে খালের উপর স্থাপনা নির্মাণ, ময়লা আর্বজনা নিক্ষেপসহ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ জুলাই শুক্রবার বিকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় সামাজিক সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত বয়েরা খালের উপর অবৈধ স্থাপনা নির্মান, ময়লা আর্বজনা নিক্ষেপ ও দীর্ঘদিন ধরে পূনর্খননের অভাবে খালটি ভরাট হয়ে প্রতি বর্ষা মৌসুমে পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পার্শবর্তী এলাকার দোকানপাট,বাড়ীঘর, ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাই এই খালটি পূনর্খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা আবর্জনা মুক্ত রাখার জন্য জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদুর রহমান, সহ-সভাপতি মাষ্টার আব্দুল আজিজ,উপদেষ্টা হেলাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী। সংগঠনের সদস্য আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মুহাম্মদ কমরুদ্দিন, রেজাউল করিম চৌধুরী দুলাল, মনজুর মোর্শেদ, এডভোকেট সোহেল আরমান, মোস্তাফিজর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন