নড়াইলে কে এম ফজলুল হক ফ্উান্ডেশনের উদ্যোগে মত বিনিময় ও ইদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই বুুধবার দুুপুরে শহরের আর এম টু ক্যাফে রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শরীফ মুনীর হোসেন।
বক্তৃতা করেন লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার,সুুলতান মাহমুুদ, মো: শাহীন মৃধা, অশোক কুন্ডু, মো: ইয়াহিয়া শেখ প্রমুখ।
বক্তারা ফজলুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা, বেকার মহিলাদের আয়বর্ধক কর্মসূুচিসহ বিভিন্ন সমাজ সেবা মূুলক কর্মকান্ড তুলে ধরা হয়।
সভায় নজরুল ইসলাম জমাদ্দারকে আহবায়ক,সুলতান মাহমুদ,সাইদুর রহমান ও দীলিপ কুমার অধিকারীকে যুগ্ন আহবায়ক, মো: শাহীন মৃধাকে সদস্য সচিব করে কে এম ফজলুল হক ফ্উান্ডেশনের কমিটি ঘোষনা করা হয়। আগামি ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী কেএম ফজলুল হক লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বাসিন্দা।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলুু