জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক চুলার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে জাহাঙ্গীর ফকির ( ৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল উত্তর পাড়া এলাকার নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ফকির ওই এলাকার সাইদ ফকিরের ছেলে। সে পেশায় কৃষক ছিল।
বিষয়টি নিশ্চিত করে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার উদ্দিন জানান, বেলা ১২টার দিকে বৈদ্যুতিক চুলার সংযোগ দিতে বিদ্যুৎপষ্ট হলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। তিনি ২ সন্তানের জনক ছিলেন।
পত্রিকা একাত্তর/ সোহাগ হোসেন