ভেড়ামারায় কাঁচা মরিচের দাম একদিনে কেজিতে ১৫০ টাকা বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
কুষ্টিয়া ভেড়ামারায় কাঁচা মরিচের দাম একদিনে কেজিতে ১৫০ টাকা বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় দাম অস্বাভাবিক বেড়েছে বলে জানান আড়তদাররা।
ক্রেতারা বলছেন, দাম বেশ বেড়ে যাওয়ায় তারা প্রয়োজনের তুলনায় কাঁচা মরিচ কেনা কমিয়েছেন।
কুষ্টিয়া ভেড়ামারা কলেজ বাজারের সবজি ভাণ্ডারের পরিচালক বিপ্লব হোসেন জানান, গত সপ্তাহের বৃষ্টিতে কাঁচা মরিচসহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের এলাকা থেকে সরবরাহ কমে যাওয়ায় দাম হঠাৎ বেড়ে গেছে।
আজ শনিবার ভেড়ামারার আড়তগুলোতে কাঁচা মরিচ ৫০০ থেকে ৫২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে দাম কেজি প্রতি ৬০০ টাকা।
ভেড়ামারা কলেজ বাজারে গেলে আবুল কালামসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, একদিনে মরিচ কেজিতে অন্তত ১৫০ টাকা বেড়ে গেছে। তাই ১৫০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কিনে বাড়ি যাচ্ছি।
আনাস ইসলাম খুচরা ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই সবজির দাম একটু বেশি। এর মধ্যে শনিবার কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়ায় তারা বিক্রি করা কষ্ট হয়ে যাচ্ছে বলে যানান।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন