patrika71
ঢাকাবুধবার , ২৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়িতে সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী
জুন ২৮, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ঈদুল আযহার নামাজ পালন করেছেন।

আজ বুধবার (২৮ জুন ) সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার পশ্চিম পাড়া আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার পশ্চিম বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় বুধবার ( ২৮ জুন) বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল আজহা নামাজে ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। এতে সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রাম কতিপয় লোকজন একএিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, আমরা ২০০৫ সাল সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি।

প্রতি বছরের ন্যায় এবছরের যার যার মতো কেউ গরু কেউ ছাগল কুরবানি করে থাকি। তিনি বলেন, এই নামাজ নিয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক সালাত আদায় করা হয়েছে এবং সঙ্গে কোরবানিও করা হবে।

তবে এই নামাজ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মাদ নাজমুল হুদা ফয়জী। তিনি বলেন, যারা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সমস্ত বিভ্রান্তিকর কাজ করে চলেছেন।

পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন