গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৮১ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
সোমবার সকালে পৌর কার্যালয়ে ভিজিএফ এর চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর- এ আলম। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, প্যানেল মেয়র ছামিউল ইসলাম, কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব, দীপক কুমার বাবলু, হাবিবুর রহমান, শাহীন প্রামাণিকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ।
পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু জানান, পৌর সভার ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন উপকার ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ দায়িত্বরত ট্যাক অফিসারেদের সমন্বয়ে চাল বিতরণ করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, সুষ্ঠু ও মনোরম পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। চাল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল