রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে টিকেট কালোবাজারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার (২৪ জুন) আনুমানিক সকাল ১০ ঘটিকায় র্যাব-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন এলাকায় যাত্রীদের ট্রেনে গমনাগমনের জন্য কতিপয় লোকজন অবৈধ ভাবে টিকেট কাউন্টার ব্যতিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কালোবাজারির মাধ্যমে টিকেট বিক্রি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এলিট ফোর্সের চৌকস দলটি অভিযান পরিচালনা করে টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় ২ জন সদস্য কে আটক করতে সক্ষম হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, হত্যাকারী, অপহরণকারী, এজাহার নামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী এবং চোরাকারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে র্যাব।
আটককৃতরা হলো- ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত হরিদাসের ছেলে উত্তম চন্দ্র দাস (৩০) এবং হবিগঞ্জ জেলার জামাল হক মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। আটকের সময় আসামীদের কাছ থেকে ৩টি কালোবাজারী টিকেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম