জামালপুরের মাদারগঞ্জে সড়ক বন্ধ করে চলছে পৌর শহরের জোনাইল কোরবানী পশুর হাট। শনিবার (২৪ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় থেকে জোনাইল চৌ-রাস্তা পর্যন্ত সড়কের অংশের প্রায় ২ শত মিটার সড়কের উপর কোরবানির পশুর হাট বসিয়ে সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। ফরে দূর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী সকলকে।
সড়কের উত্তর পাশে দুটি বাড়িতে ইজারাদার কর্তৃপক্ষ শিশু কিশোরদের দিয়ে মোটরসাইকেল এর গ্যারেজ এর ব্যবস্থা করেছে। যার জন্য প্রতি মোটরসাইকেল রাখা বাবদ চাঁদা দিতে হচ্ছে ৫০ টাকা করে। অটোচালক আজাদ মিয়া বলেন, আমার গাড়ীতে এক ব্যবসায়ী পানের ডালা তুলেছে দোকানে নিয়ে যাবে যেতে ২ মিনিট লাগে। কিন্তু সড়ক বন্ধ করে দেওয়ায় আমাকে বিকল্প রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এতে সময় ব্যয় হচ্ছে ১৫-২০ মিনিট।
এ ব্যাপারে হাট ইজারাদার হুমায়ুন কবিরের বক্তব্য নিতে চাইলে তিনি ক্ষিপ্ত স্বরে সাংবাদিকদের বলেন, জনগণের স্বার্থে রাস্তা বন্ধ করে গরু হাট বসাইছি। রাস্তা বন্ধ করে হাট বসাইছি তুমি পত্রিকায় নিউজ দিয়ে কি করবা? করোগা সমস্যা নেই।
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন, সড়ক বন্ধ করার কোন সুযোগ নেই। ঠিক আছে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
পত্রিকা একাত্তর/ সোহাগ হোসেন