patrika71
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আইচায় সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন
জুন ২৪, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

২৪শে জুন (শনিবার) সকাল ১০.০০ ঘটিকায়, উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা প্রতিনিধি ইমদাদুল হক এর উপস্থিতিতে চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার সুষ্ঠু ও সুশৃংখলভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ৯ নং চর মানিকা ইউনিয়নের ৮২৩ জন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিজল সিকদার, দক্ষিণ আইচা থানা যুবলীগের সম্মানিত সদস্য আবু জাহের তালুকদার, জেলে ও জনসাধারণসহ গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহাবুদ্দীন ও বুট্টু নামে ৩নং ওয়ার্ডের দুই জেলে বলেন চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার আমাদের নামে বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ করেছেন। আমাদের নামে বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ করায় আমরা খুশি।
চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার বলেন ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরের মাছ ধরা নিষিদ্ধকালীন ইউনিয়নের ৮২৩ জন জেলের মাঝে ৫৬ কেজি করে বরাদ্দকৃত চাল আজ থেকে বিতরণ শুরু হয়েছে। আমরা বরাদ্দের চাল সঠিকভাবে প্রকৃত নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করি। পর্যায়ক্রমে নিবন্ধিত সকল জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, জেলেদের চালসহ জনগণের সকল বরাদ্দ আমি সঠিকভাবে বিতরণ করবো। জনগনকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

পত্রিকা একাত্তর/ শামছুদ্দিন খোকন