শুদ্ধাচার ২০২২-২০২৩ উপলক্ষ্যে নোয়াখালী জেলার ৯ উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসাবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে মেজবা উল আলম ভূঁইয়া বলেন, উপজেলা পর্যায়ের সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উজাড় করে দিতে চাই।
মেজবা উল আলম ভূইঁয়া গত বছরের জুনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদন্নোতি পেয়ে কোম্পানীগঞ্জে যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।
তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৬ সালে ৩৪তম বিসিএস পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রথম বারেই প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়ে ২০১৮ সালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমবারের মতো দায়ীত্ব পালন করেন। পর্যায়ক্রমে চাঁদপুরের আইমচর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সহকারি কমিশনার ও কক্সবাজার জেলায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে ক্যাম্প ইন-চার্জ হিসেবেও দায়ীত্ব পালন করেন। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যোগদান করে দীর্ঘ ১ বছর সুনামের সাথে দায়ীত্বরত আছেন।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ