হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম আয়োজন রথ যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে চুয়াডাঙ্গায় বিভিন্ন থানা এলাকায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে রথযাত্রা মহোৎসব ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন এর দিকনির্দেশনায় রথযাত্রা মহোৎসব-কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতির ঘটনা রোধকল্পে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা সকল গুরুত্বপূর্ণ রাস্তা, মন্দির ও ভক্ত সমাগমের স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়।
ফলশ্রুতিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পর্যাপ্ত পুলিশী নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান