আজ বিকেলে কাজিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে জাসদ সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইমু এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শব্দের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
স্থানীয় জাসদ নেতা মনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় ও আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক শ্রী অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু ও ভেড়ামারা সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল বক্তব্য রাখেন।
সম্মেলন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কাজীহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে আইয়ুব আলীকে সভাপতি ও নজরুল ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ধরমপুর ইউনিয়ন জাসদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সন্ধ্যার পর এই উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আনোয়ার