patrika71
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ধরমপুর ইউনিয়ন জাসদের সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
জুন ২১, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আজ বিকেলে কাজিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে জাসদ সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইমু এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শব্দের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। ‌

স্থানীয় জাসদ নেতা মনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় ও আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক শ্রী অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু ও ভেড়ামারা সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল বক্তব্য রাখেন।

সম্মেলন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কাজীহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে আইয়ুব আলীকে সভাপতি ও নজরুল ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ধরমপুর ইউনিয়ন জাসদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সন্ধ্যার পর এই উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ আনোয়ার