তিনি মাদ্রাসা শিক্ষার কারিকুলাম বিস্তরণ ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছেন। তাছাড়া শিক্ষা গবেষণা ও নারীদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধকরণে এবং অসহায় এতিম শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে কুষ্টিয়াতে মহিলা এতিমখানা ও মহিলা হেফজখানা পরিচালনা করছেন।
গত ১৯/০৬/২০২৩ ইং তারিখ মাননীয় শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় তাকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সম্মাননা পদক, সনদ ও বিশেষ পুরস্কারে ভূষিত করেন। ইতোপূর্বে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক ২০১৯, নজরুল স্মৃতিপাদক ২০২১, The Golden Jubilee Award 2021 ও নেলসন ম্যান্ডেলা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২২ পদকে ভূষিত হন। আমরা আমাদের স্যারের জন্য দোয়া করি, তিনি যেন অমৃত শিক্ষা ও মানবতার কল্যাণে আত্ম নিয়োগ করতে পারেন। মহান আল্লাহ তাকে কবুল করেন। (আমিন)।
ডক্টর হাফেজ মোঃ আব্দুল করিম বর্তমানে ঐতিহ্যবাহী আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসা, কুষ্টিয়ায় অধ্যক্ষ পদে কর্মরত আছেন।কুষ্টিয়ার ঐতিহ্যবাহী আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ,দেশ সেরা অধ্যক্ষ।
জাতীয়ভাবে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা )নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার ঐতিহ্যবাহী আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক, লেখক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ডক্টর হাফেজ মোহা: আব্দুল করিম ।
তাঁকে সহ সকল নির্বাচিতদের আগামী ১৯/৬/২০২৩ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচা ,ঢাকায় রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন